
বিরল সাবেক চেয়ারম্যান মহসিন আলী’র ছেলে ফারুক আক্তার এর দাফন সম্পন্ন
সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
বিরল উপজেলাপরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান মহসিন আলী’র বড় ছেলে ফারুক আক্তার এর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর ) সকাল ১১ টা ৩০ মিনিটে মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ৫-নং বিরল ইউনিয়নের মাধববাটী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় ।
মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল ২৮ অক্টোবর (সোমবার) আনুমানিক রাত ১১ টার দিকে বিরল থানা সংলগ্ন নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েগেলে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়েগেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ: মরহুম ফারুক আক্তার বিরল উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মহসিন আলী বড় ছেলে ও বিরল ৫-নং ইউনিয়নের চেয়ারম্যান মারুফ হোসেনের বড় ভাই। মরহুমের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ হতে তিনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।