
শরীয়তপুরে ১০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজাসহ কামরুল হাসান তালুকদার (২৮) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৬টার দিকে সদর উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করে ডিবি ও পালং মডেল থানা পুলিশ।
কামরুল হাসান দক্ষিন মাহমুদপুর গ্রামের সেরাজ তালুকদারের ছেলে এবং তিনি মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের সদস্য পদে রয়েছেন।বহু দিন যাবত মাহমুদপুরসহ আস পাশের এলাকায় মাদক ব্যাবসায় জরিত ছিলো বলে অভিযোগ রয়েছে।সেই সাথে তার সহযোগীদের আটক করা সম্ভাব হয়নি। তার সাথে জরিতদের গ্রেফতার করার জন্য চেষ্টা করেছেন ডিবি পুলিশ ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনকে বলেন গ্রেফতারকৃত ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান তালুকদারকে ইয়াবা, গাঁজা’ মাদকদ্রব্য সহকারে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণসহ বহু অভিযোগ রয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।