
ফিলিস্তিনে ইসরায়েলির নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে দোহারের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে ফিলিস্তিনের গাজায় ক্রমাগত ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে ফিলিস্তিনের পক্ষে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি উপজেলার জয়পাড়া করমআলীর মোড় থেকে শুরু করে কালেমা চত্বরে এসে শেষ হয়। মিছিলে প্রতিবাদী স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ। মিছিলে বক্তরা বলেন, ‘ফিলিস্তিন একটি মুসলিম রাষ্ট্র। ইসরায়েইলের ক্রমাগত হামলায় অসংখ্য শিশু, নারী, পুরুষদের গণহত্যার শিকার হতে হচ্ছে। এ বর্বরত গণহত্যা বন্ধ করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীনতার ঘোষণা দিতে হবে।
এছাড়া একই দিনে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ ও দোহারের পদ্মা সরকারি কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।