
গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের উদ্যোগে শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা.)’র স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জ্যেষ্ঠকন্যা, রাহবারে আলম শাহসুফি সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর শ্রদ্ধেয় বড়বোন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি, আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর সহধর্মিণী শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা.)’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি প্রকৌশলী কামালুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী আজিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শেখ মকসুদুর রহমান দুলাল, এস এম মহিবুল্লাহ, কাজী নিজামুল ইসলাম, অধ্যাপক আবু তাহের, সৈয়দ মো. ফয়সাল আবেদীন রায়হান, মো. ফজলুল হক ফজু, মোহাম্মদ ইবনুল, মো. মেজবাহ উদ্দিন, অ্যাডভোকেট রেজাউন নুর সিদ্দিকী, মো. শওকত হোসেন, সোহেল মাহমুদ পারভেজ, মো. ওমর ফারুক, মো. খোরশেদ, খোরশেদ আলম, সাইফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মীর শফিউল আলম নিজাম ও সৈয়দ আবু আহমদ। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন কাজী হাবিবুল হোসাইন। বক্তারা বলেন, এই মহীয়সী নারী সবার অনুসরণযোগ্য।