
জাজিরা জাতীয় যুব দিবস (২০২৪) উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত
রতন আলী মোড়ল বিশেষ প্রতিবেদক
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস (২০২৪) উদযাপিত উপলক্ষে সাড়াদিন ব্যাপী আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ , প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে ২৪টি বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) শরীয়তপুরের জাজিরা উপজেলার যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে, সকাল ১০ ঘটিকায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। জাজিরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আলমগীর হোসেন শাহ আলোচনা সভার সভাপতিত্ব করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলার নব্য-নির্বাহী অফিসার জনাব কাবেরী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) অফিসার সাদিয়া বিনতে সোলায়মান, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসার প্রকৌশলী ইমন মোল্লা এবং আরও উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ প্রশিক্ষক পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম-সহ জাজিরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দি ডেইলি গ্লোবাল ন্যাশনের ভ্রাম্যমান প্রতিনিধি রতন ইসলাম এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।
উক্ত অনুষ্ঠানের সভাপতি আলমগীর হোসেন শাহ তিনি যুব সমাজের উদ্দেশ্যে তার বক্তব্যের মাধ্যমে জানান। অদম্য যুব-সমাজ জাতির প্রতিটি সংকটময় মূহুর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে। এ কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,
ছাত্র–শ্রমিক–জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ। ‘জাতীয় যুব দিবস–২০২৪’ পালনের মাধ্যমে এ দেশের সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশি সচেতন হবে।
তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছি আমরা।
বিশেষ অতিথি সাদিয়া বিনতে সোলায়মান বলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় যুব দিবস–২০২৪’ উপলক্ষ্যে এক বাণীতে এ কথা বলেন। আজ শুক্রবার প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় যুব দিবস– ২০২৪’ পালিত হচ্ছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।
এসময় আর একজন বিশেষ অতিথি বলেন প্রধান উপদেষ্টা, যুব উন্নয়ন নিয়ে আরও জানিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সকল পর্যায়ের যুব ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। যুবদের কল্যাণে যুব কল্যাণ তহবিলের কার্যক্রম চলমান রয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, প্রতিভা বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ এর কার্যক্রমও বেগবান করা হয়েছে।