
গাজীপুর বাবরে’র মুক্তির দাবিতে মানববন্ধন ।
আহমাদুল রহমান ,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর এর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও বাবরে’র নির্বাচিত এলাকা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
১লা নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় নগরীর ভোগড়া বাইপাস মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও গাজীপুর মহানগর বিএনপি’র যৌথ উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে রবিউল আওয়াল সাইফুলের সভাপতিত্বে বক্তারা লুৎফর রহমান বাবরে’র ১৭ বছরের কারাজীবন থেকে নিঃস্ব শর্ত মুক্তির দাবি করেন। অবিলম্বে বাবরকে মুক্তি না দিলে, গেল ৫ই আগষ্টের মত গাজীপুর থেকে আরো বৃহত্তর কর্মসূচি দেবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
এছাড়াও আওয়ামী লীগ ফ্যাসিষ্ট সরকারের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন। এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক বশির আহম্মেদ বাচ্চু, রফিকুল ইসলাম রাতা, আখলাকুল ইসলাম অংকুর, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।