
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখা কার্যালয়ে মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত।
আলমডাঙ্গা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি: ২ রা নভেম্বর শনিবার সকাল ৭টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার কার্যালয়ে পৌর আমীর মাহির আলির সভাপতিত্বে মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয় ।
জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন জেলা মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন জামায়াতের নেতা কর্মীদের সাংগঠনিক মান বৃদ্ধির জন্য ব্যক্তিগত অধ্যয়ন বাড়াতে হবে, প্রশিক্ষণ মুলক প্রোগ্রাম করতে হবে এবং সেই সাথে নৈতিক গুণাবলী অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।
পাঠচক্র ভিত্তিক দারসুল কুরআন, মুখস্থ আয়াত সহ ব্যক্তিগত পড়াশোনার খোঁজ খবর নেন । আগামী ৮ ও ৯ তারিখের জেলার প্রোগ্রামে যথা সময়ে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলোচনান্তে দুইটি বাস রিজার্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় । পৌর সহকারী সেক্রেটারীদ্বয় নূর মোহাম্মদ টিপু, সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, মাওঃ হাসমত উল্লাহ, মাওঃ শফিউদ্দিন, মাওঃ আব্দুল কাদের, মাওঃ জুলফিকার আলী , মোশারেফ হোসাইন, নিজাম উদ্দিন, আব্দুল মান্নান, বাবলুর রহমান সহ আলমডাঙ্গা পৌর শাখার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । প্রোগ্রাম পরিচালনা করেন পৌর সেক্রেটারী মাওলানা মোসলেম উদ্দিন ।