
বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীতে মতবিনিময় ও আলোচনা সভা
আওলাদ মিয়া, কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি, নীলফামারী জেলা শাখার আয়োজনে ৪ নভেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায়
মশিউর রহমান ডিগ্রী কলেজের হলরুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে মুশরুত পানিয়াল পুকুর আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাধন শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ (খোকন) ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ধরণী মোহন রায়,
অর্থ সম্পাদক রাহেনুল ইসলাম রায়হান, জয়নাল আবেদনীন, এ সময় শিক্ষক নেতারা বলেন তৎকালিন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৪-০৫-২০১২ সালের পূর্বে প্রতিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।
তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় রেজিষ্ট্রেশন ও শিক্ষকদের সম্মানি ভাতার প্রথা চালু করেন। এর ধারাবাহিকতায় ৯ জানুয়ারি ২০১৩ সনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন, এবং ঘোষণার পূর্বেই মাঠ পর্যায় থেকে এইসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চাওয়া হয়। কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ৩০হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তীতে তরিঘড়ি করে ২৬হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।
ফলে তিন পার্বত্য জেলাসহ সারাদেশে ৪১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদপড়ে। যার ফলে সারা দেশের ৮লক্ষ্যাধিক শিশু তাদের মৌলিক অধিকার ও সরকারের সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়।