ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম’ প্রসঙ্গে কড়া জবাব ফারুকীর

GlobalNation
নভেম্বর ৫, ২০২৪ ৪:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম’ প্রসঙ্গে কড়া জবাব ফারুকীর

জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলে সবসময় সরব থাকেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আন্দোলনের শুরু থেকেই তার ভার্চুয়াল সংগ্রাম সবাই দেখেছে। শেখ হাসিনা সরকারের নানা অনিয়মের কথাও তুলে ধরেছেন এই নির্মাতা।

কড়া জবাব দিয়ে ফারুকীর ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

ইদানীং একটি বিষয় বেশ চর্চিত ফেসবুক কিংবা চায়ের টং দোকানে। দেশের কোনো বিষয় পছন্দ না হলেই বলা হচ্ছে আগের সরকারই (আওয়ামী লীগ) ভালো ছিল।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ৩ মাস হতে চলেছে। রাজনীতির মাঠে সশরীরে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের কথা উল্লেখ করে তাদের একটি পক্ষই চালাচ্ছে ‘আগেই ভালো ছিলাম’।

এবার এই ইস্যুতে আওয়ামী লীগের কড়া সমালোচনা করলেন মোস্তফা সরোয়ার ফারুকী। আওয়ামী লীগের ক্ষমতায় বা রাষ্ট্রে ফেরার কল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

সোমবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে আওয়ামী লীগের ফেরা নিয়ে নিজের মতামত লেখেন ফারুকী। পাঠকদের জন্য তুলে ধরা হলো তার ফেসবুক পোস্টটি।

অনেকে আশা করেছিলেন আওয়ামী লীগের উপলব্ধি হবে। তারা অনুশোচনায় ভুগবে, বিচার পর্ব পার হয়ে নতুন রাজনীতি নিয়ে আসবে মানুষের সামনে। আর ওদিকে আওয়ামী লীগ আশা করছে বাংলাদেশের মানুষের উপলব্ধি হবে যে তাদের আমাদের কতোটা দরকার।

তারা কল্পনায় দেখতে পাচ্ছে আমরা তাদের মিস করছি। কি বিস্ময়কর!!! আসুন আমরা একটু কল্পনা করার চেষ্টা করি তাদের আমাদের কেনো দরকার। এই জুলাই হাজারের বেশী তরুণ-কিশোর-ছাত্র-ছাত্রীকে খুন করেছে। আরো কয়েক হাজার খুন করার জন্য তাদের দরকার?

সরকারের শীর্ষ নেতৃত্বের সরাসরি পৃষ্ঠপোষকতায় নিজের ক্যাশিয়ার মারফত ব্যাংক লুট করে লক্ষ কোটি টাকা পাচার করেছে, যেটাকে দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি বলা হচ্ছে। আরও দশটা ব্যাংক লুটের জন্য দরকার?

মেগা প্রজেক্টের নামে মেগা চুরির জন্য দরকার? কুইক রেন্টালের নামে কুইক ডাকাতির জন্য দরকার? অসম এবং অবিশ্বাস্য চুক্তির জন্য দরকার? এই দফায় দলের সব নেতাকে সমান প্রশ্রয় দেয়া যায় নাই।

সামনের দিনে নিশ্চিত করা হবে জাভেদের মতো সবাই যেনো বিদেশে কম-সে-কম ৩৬৫টা বাড়ি কিনতে পারে। কোনো বৈষম্য করা হবে না। এই জন্য দরকার?

এক যুগের বেশী সময় ধরে শত শত মানুষকে গুম করেছে। আরো কয়েক হাজার গুম করার জন্য দরকার? আরেকটা বিডিআর কার্নেজের জন্য দরকার?

তার মানে কি এখন যা হচ্ছে সব ঠিক? অ্যাবসোলিউটলি নট। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সবাই নিজেকেই সরকার ভেবে অনেক উল্টাপাল্টা কাজ করছে। কেউ কেউ অনলাইন-অফলাইনে বিভেদ উস্কে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে।

এই সরকারের ১০০০ বিষয়ে আমার নিজেরই সমালোচনা আছে। কিন্তু আমি বাস্তবতাটাও বুঝি। ১৬ বছরে সব সিস্টেম দলীয় লুটপাট আর ক্ষমতা টিকায়ে রাখার কাজে যখন ব্যবহৃত হয়, তখন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তাদের আসলে সালাম করা উচিত।

আমি প্রফেসর ইউনুসকে সালাম জানাই আমাদের বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। ওয়াকার সাহেব এবং সেনাবাহিনীর সদস্যদের সালাম জানাই জনতার হয়ে এই কাজ করার জন্য। তারা আরামেই থাকতে পারতেন হাসিনার সুবিধা খেয়ে।

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.