
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খনিষখালী ইউনিয়নের আহাদ সরদার ও সাইদুল সরদার দুধলী গ্রামের অধিবাসী আব্দুল্লাহ বোনের
অংশ কিনে তারা ঐ জমিতে ঘের ও ধান করে আসছেন। বিভিন্ন সময় আব্দুল্লাহ ও তার বড় বোন হায়া আহাদ ও সাইদুল পক্ষকে জমিতে বিতাড়িত করার জন্য যড়যন্ত্র করতে থাকে। দুধলীর বিতর্কিত নেতা আওয়াল ও বিতর্কিত ইউনিয়ন বিএনপি সভাপতির নেতৃত্বে আব্দুল্লাহ ও হায়ার পক্ষে জমি দখল দিলে দুপক্ষের মরামারি ও সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে সাইদুল দরদার মারাক্তকভাবে আহত হয়। এই বিষয়ে পাটকেলঘাটা থানায় মামলা করার জন্য আবেদন করা হলে থানা মামলা গ্রহণ করেনি। পরবর্তীতে বিতর্কিত বিএনপি নেতা আহম্মেদ ও আওয়ালের নেতৃত্বে বিষয়টি নিয়ে দুপক্ষে মধ্যে শালিশের মাধ্যমে সমধান করারা উদ্যোগ নেন। শালিসে আহম্মেদ শেখ সিদ্ধান্ত দেন, এই জমি নিয়ে যেহেতু একটা সিভিল মামলা চলমান তাই কোর্ট থেকে রায় না আসা পর্যন্ত দুই পক্ষের কেউ জমিতে যেতে পারবেন না ও জমি দাবি করতে পারবেন না। এই জমি বর্তমানে দুধলী গ্রামের বিতর্কিত নেতা খালেক চাষ করে খাবেন।
এমন বিতর্কিত জবর-দখল মূলক সিদ্ধান্ত এলকায় আলোড়ন সৃষ্টি করেছে। দু-পক্ষ প্রশনের কাছে সুবিচার কামনা করেন।