
রাজধানীর ডেমরা থানার ৬৮ নম্বর ওয়ার্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহজাদি ফানান্না কথার বাসায় হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ফানান্না অভিযোগ করেন, বিএনপি নেতা মুনির খানের নেতৃত্বে চলা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিশোধ হিসেবে তার বাসায় হামলা চালানো হয়।
১৭ মার্চ রাত সাড়ে ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ফানান্নার গণমাধ্যমকে জানান বিএনপির ডেমরা থানা শাখার সহ-সভাপতি মুনির খান এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তার এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ফানান্নার নেতৃত্বে প্রতিবাদ করেন।
ফানান্না অভিযোগ করেন, এই প্রতিবাদের জেরে প্রতিশোধ নিতে মুনির খানের ছেলে ও ছাত্রদলের ৬৮ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি জাকিরের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তার বাসায় হামলা চালায়। এতে ফানান্না ও তার পরিবারের সদস্যরা শারীরিকভাবে লাঞ্ছিত হন।
ঘটনার পর ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার তদন্তের আশ্বাস দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মুনির খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।