
মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের শিকার মানুষের সহায়তায় দ্বিতীয় ত্রাণ মিশন প্রেরণ করেছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) এবং বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) এর তিনটি পরিবহন বিমান মাধ্যমে এই ত্রাণ সামগ্রী ও জরুরি ঔষধ পাঠানো হয়, যা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের নির্দেশনায় বাস্তবায়িত হয়।
এই মিশনে ৫৫ সদস্যের একটি উদ্ধার ও চিকিৎসা টিম পাঠানো হয়েছে, যার মধ্যে তিন বাহিনীর উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) এর ডাক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর ডাক্তার এবং বেসামরিক ডাক্তাররা অন্তর্ভুক্ত। এ ছাড়া, ত্রাণ সামগ্রীর সাথে ৩৭ জন ক্রু সদস্য বিমানগুলোতে রয়েছে।
উদ্ধার এবং চিকিৎসা দল তাদের প্রয়োজনীয় সাপোর্ট উপকরণ যেমন রেশন, স্বাস্থ্য সুবিধা, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণসহ নিজস্ব সরঞ্জাম নিয়ে পাঠানো হয়েছে।
এ ছাড়া, মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৮ টন শুকনা খাবার, ২.৫ টন পানি, ৪ টন ঔষধ, ১ টন স্বাস্থ্যসেবা পণ্য এবং ১.৫ টন ত্রাণ তাঁবু পাঠানো হয়েছে।
এর আগে, রোববার বাংলাদেশ প্রথম মিশন হিসেবে জরুরি ত্রাণ সামগ্রী, ঔষধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা টিমসহ মায়ানমারে পাঠিয়েছিল, যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ত্রাণ কার্যক্রমের মাধ্যমে মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় অব্যাহত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।