
ইসরায়েলি বাহিনী শনিবার গাজা উপত্যকায় টানা বোমাবর্ষণ চালিয়ে কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্কবার্তা দিয়ে বলছে, “সম্পূর্ণমাত্রার দুর্ভিক্ষ পরিস্থিতি” তৈরি হয়েছে ইসরায়েলের অবরোধের কারণে।
এদিকে, হামাস কায়রোতে মধ্যস্থতাকারীদের কাছে একটি প্রস্তাবনা পেশ করেছে, যেখানে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং গাজা পুনর্গঠনের জন্য একটি বিস্তৃত সমঝোতার রূপরেখা দেওয়া হয়েছে।
হতাহতের মর্মান্তিক পরিসংখ্যান
গত ১৮ মাসে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৫১,৪৯৫ ফিলিস্তিনি নিহত এবং ১,১৭,৫২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০-এর বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে এবং তাদের মৃত বলে ধরা হচ্ছে।
ইসরায়েলের হতাহতের হিসাব
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত
এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা জারি রেখেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সানার একাধিক আবাসিক এলাকায় হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন।