
মানিকগঞ্জ চর অঞ্চলে রাসেল ভাইপারের আনাগোনা সঙ্গে নদী ভাঙ্গন, কিছুটা আতঙ্কের মাঝে দিন কাটাছে। গত দুই দিন আগে মানিকগঞ্জ হরিরামপুর এলাকায় আন্ধারমানীক ও হাতিঘাটায় এলাকায় নদীর তীরে একটি রাসেল ভাইপার ( চন্দ্র গোরা) সাপ দেখে, দৌলতপুর এলাকায় চরকাটারিয়া গ্রামের মুকসেদ উদ্দীন ফারুক নদীতে মাছ ধরার সময় একটি রাসেল ভাইপার সাপ দেখে। এলাকা গুলিতে কিছু আতঙ্ক ছড়িয়ে গেলেও, মানুষ অনেক টা হুশিয়ার, এদিকে নদী ভাঙ্গন এলাকার মানুষ বাড়ি ঘর সরিয়ে নিয়ে কিছু অসহায় জীবন পার করছে।
গত বছর তুলনায় এবার সাপের আনাগোনা তেমন না হলেও কিন্তু বর্ষার নদী ভাঙ্গন এবং সাপের আনাগোনা কারণে খুব চিন্তার মাঝে বসবাস করছে নদীর তীরে মানুষেরা। এদিকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল সহ উপজেলা হাসপাতাল গুলোতে নেই অন্টিভেনোম যে সাপে৷ কাঁটলে সাথে সাথে চিকিৎসা করতে পারবে।
রাসেল ভাইপার ছাড়া ও বিভিন্ন দেশি প্রজাতির সাপের আনাগোনা ও লক্ষ করা গেছে।
বর্ষা মাসে উঁচু জমি গুলিতে ফসল না থাকার কারণে নদীর পাড়ে মানুষ কিছু টা চিন্তা মুক্ত আছে। কারণ গত বছর সাপের কারণে অনেক কৃষকের জমি ফসল নষ্ট হয়েগেছে।
নদীর পাড়ে মানুষের দাবি সরকার যেন একটা স্থায়ী বাঁধ নির্মাণ করে এবং সকল উপজেলার হাসপাতাল গুলিতে যেন অন্টিভেনোম মজুদ থাকে।