
শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সালাউদ্দিন রুপম, শরীয়তপুর প্রতিনিধি।
আনন্দ শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত রবিবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে সমাবেত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, মহিউদ্দিন বাদল, আতাউর রহমান খান গগন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, দিপু মোল্লা, শুকুর মাদবর মজনু সিকদারসহ আরও অনেকে।
রাসেদ খান মেনন বলেন, দীর্ঘদিন আমরা নিপীড়নের শিকার হয়েছি। বাংলাদেশে যেন আর কেউ এই ধরনের নির্যাতন না করতে পারে আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকবো।
মাহাবুব আলম তালুকদার বলেন, যুবদল প্রতিষ্ঠার ৪৬ বছর অতিবাহিত হতে যাচ্ছে। দীর্ঘ এ সময়ে যুবদল একই সাথে কাজ করে চলছে। আগামীতেও যুবদলকে সুসংগঠিত হওয়ার জন্য একই সাথে থাকার কোন বিকল্প নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন, আতাউর রহমান খানসহ জেলা যুবদলের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা।