ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাজিরায় জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপিত

GlobalNation
নভেম্বর ২, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

জাজিরায় জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপিত

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।

রতন আলী মোড়ল : বিশেষ প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলা সমবায় সমিতির কার্যালয়ের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

শনিবার ২ নভেম্বর সকাল ১০টায় জাজিরা উপজেলার পরিষদের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সমবায় অধিদপ্তরের সামনে সমবায় র‌্যালি শেষে পরিষদ কক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনটির সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার নাজমা আক্তার। সঞ্চালনায় ছিলেন  মোঃ রফিকুল ইসলাম, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিয়া বিনতে সোলায়মান, সহকারী কমিশনার (ভূমি)। বিশেষ অতিথি বজলুর রশিদ শিকদার,চেয়ারম্যান, বিআরডিবি। পল্লী উন্নয়ন অফিসার রিপন খন্দকার ও মোঃ রুহুল আমিন, শিক্ষক ইংরেজি বিভাগ,কাকলি আক্তার, মার্জিয়া সুমি, নারী উদ্যোক্তা ও প্রশিক্ষক, ব্লক বাটিক। আবুল বাশার আল আজাদ, সভাপতি, কালু বেপারী কান্দি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি।

এসময় আরও উপস্থিত ছিলেন মিরাশার চাষী বাজার সমবায় সমিতির সভাপতি প্রিন্স খানসহ জাহাঙ্গীর সিকদার, সহ-সভাপতি, একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, শাহিন মিয়া, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণপুর পানি ব্যবস্থাপনা। শাহাবুদ্দিন খান, সাধারণ সম্পাদক, চাঁদের আলো সমবায় সমিতি,আশ্রাফ খান,সভাপতি, সূর্যের হাসি সমিতি।শ্যামল, সাধারণ সম্পাদক শ্যামলী সমবায় সমিতি। সেন্টু সরদার, ইজারাদার, লাউখোলা হাট,তপন মোল্লা, সাধারণ সম্পাদক, পল্লী বন্ধু সমিতি।হৃদয় হোসেন,সাধারণ সম্পাদক, চৌকিদার কান্দি মৎস্যজীবি সমিতি,তামিম,হারুন,আঃ মান্নান শিকদার,
ফোরহাদ,সদস্য, প্রত্যয় সমবায় সমিতি।

সমবায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাজিরা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলেয়মান গ্লোবাল ন্যাশনকে বলেন জাতীয় সমবায় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাহেবর দেওয়া এক বাণীতে তিনি
বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে।

বাণীতে তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ৫৩তম ‘জাতীয় সমবায় দিবস-২০২৪’ পালিত হচ্ছে।

তিনি বলেন, “অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য- ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।”

তিনি আরও বলেন, ‘সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।’

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.