
খুনিয়াপালংয়ের জয়নাল ইয়াবাসহ রামু থানায় আটক
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার ( ৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় রামু খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের থুংগাডেবা পাইনবাগানের মোড়ে অবস্থিত শফির মুদি দোকানের সামনে রামু থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইসমাইল ও সহকারী উপ-পরিদর্শক সন্তোষ কান্তি মল্লিক সহ রামু থানার একটি টিম অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে আসামী মোহাম্মদ জয়নাল আবেদীন(২৪)কে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
আটক জয়নাল আবেদীন ধেছুয়া পালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে।
রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, দেশ ব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রামু উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত আসামী জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি।