
চট্টগ্রামে আমার দলের নেতাকর্মীও সকল শ্রেনীপেশার মানুষের ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা,-
চট্টগ্রাম বীরোচিত সংবর্ধনায় চসিক মেয়র ডাঃ শাহাদত
————————————————-
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের করা মামলার রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে জননেতা আলহাজ্ব ডাঃ শাহাদত হোসেনকে চট্টগ্রামের বৈধ মেয়র হিসাবে রায় ঘোষণা পর ঢাকায় শপথ গ্রহণ করে আজ দুপুর ১২.৩০ মিনিটে ট্রেন যোগে নিজ জন্মভূমি চট্টগ্রাম এসে পৌঁছেন জনতার মেয়র আলহাজ্ব ডাঃ শাহাদত হোসেন।
নিজ জন্মভূমিতে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গও সহযোগী সংগঠন, চট্টগ্রাম বিভিন্ন পেশাজীবী সংগঠন, মিডিয়া কর্মীও সাধারণ মানুষের উদ্যোগে পুরাতন রেল স্টেশন চত্বরে চট্টগ্রাম সদ্য শপথকারী জনতার মেয়ের আলহাজ্ব ডাঃ শাহাদত হোসেনকে এক বীরোচিত গণ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা উপলক্ষে সকাল দশটা থেকে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বর লোকে লোকারণ্য হয়ে যায়,বেলা পৌনে একটায় যখন জনতার মেয়র সংবর্ধনাস্হলে পৌঁছেন তখন পুরাতন রেলস্টেশনের পাশেপাশে প্রায় এক কিলোমিটার জায়গায় তিলধারণের জায়গা ছিলোনা।
জনতার মেয়র অস্হায়ী মঞ্চে উঠামাত্র মূহমূহ করতালিতে পুরো চট্টগ্রাম মহানগর যেন মুখরিত হয়ে উঠে।এই সংবর্ধনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে জনতার মেয়র খ্যাত চসিক মেয়র আলহাজ্ব ডাঃ শাহাদত হোসেন বলেন-আমি চট্টগ্রামের আমার দলের নেতাকর্মী সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবোনা।
তিনি বলেন আমি ৭০লক্ষ মানুষের এই নগরীতে নগর পিতা হয়ে নয়,আমি আপনাদের সেবক হয়েই কাজ করতে চায়।এতো বড় নগরীতে আমি হাজারো চেষ্টা করলেও আমি একার পক্ষে নগরবাসীকে সেবা দেওয়া সম্ভব হবেনা। তাই আমি আপনাদের আন্তরিক সহযোগী কামনা করবো।আশা করি আপনারা নিজ নিজ অবস্হান থেকে আমাকে সহযোগীতা করবেন,যাতে আমি চট্টগ্রাম নগরীর ৭০লক্ষ মানুষের সেবা করতে পারি।
ডাঃ শাহাদত বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদাজিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উনাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।ডাঃ শাহাদত মিডিয়া কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আপনারা গত ষোলটি বছর বিভিন্ন নির্যাতন হামলা আইসিটি আইনে মামলা সহ্য করে আপনাদের হাতে কলমে বিভিন্ন অপকৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরও আপনারা আমাদের দলের সকল প্রচার প্রচারণা চালিয়ে গিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে।সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিয়েছেন। তাই আজকে উপস্থিত সকল মিডিয়া কর্মীও মিডিয়া কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।