
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার কৃষক বিষাক্ত তামাক চাষে ঝুঁকছে, আগে যে সব জমি গুলি ধান, ভূটা,সরিষা, গম, বা অন্যান ফসল উৎপাদন করে থাকতো ঐ সব জমি গুলি এখন তামাক চাষে রূপান্তর হয়েছে।
ধান চাষে খরচ বেশি, ভূটা চাষে সময় বেশি লাগে ফলন পেতে, ঠিক মতো পানি না পেলে গম চাষ ভালো হয়না, সরিষা ও অন্য ফসলের এক অবস্থা,
সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলা কিছু গ্রাম ঘুরে দেখা যায় তামাক চাষে রূপান্তর, এই কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেলো সারের দাম বেশি, কামলার দাম বেশি, এছাড়া ফসল উৎপাদন খরচ অনেক আর বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না, অপর দিকে তামাক চাষের জন্য নগত টাকা, সার, ঔষধ সহ ভিন্ন উপকরণ আগে পাওয়া যায়, আর তামাক বিক্রি করতে কোন সমস্যা হয়না খবর দিলে নিয়ে যাবে,
একসময় মানিকগঞ্জ জেলা জুড়ে তামাক চাষ হতো কিন্তু মাঝে ভুট্টা আসার ফলে তামাক চাষ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু নতুন করে তামাক চাষে রূপান্তর হয়েছে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার কৃষক
,সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, “আমরা নিয়মিত সভা, সেমিনার ও উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতন করার চেষ্টা করছি। কিন্তু অধিক লাভের আশায় তারা পরামর্শ মানতে চাইছেন না।
বিষাক্ত তামাক চাষের একদিকে কৃষকের ক্ষতি তেমন পরিবেশের জন্য ক্ষতি সমুখিন,
কৃষক এখন লাভের অংশ দেখলেও তার পরবর্তী সময় ক্ষতি ছাড়া আর কিছু না।