
মানিকগঞ্জ সদর উপজেলার পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আবদুর রউফ মোল্লা (৪৫), তিনি জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শামসুদ্দিন মোল্লা। পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
নিহতের ভাতিজা আবুল হাসান জানান, শুক্রবার সকালে তার কাকা ইলেকট্রিক কাজের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দূর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এসএম আমানউল্লাহ গণমাধ্যমকে বলেন, ট্রাকটি আটক করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.