
Universal relief trust এর পক্ষ থেকে রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে ১৫০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও ফুড প্যাক বিতরণ করা হয়েছে। দিরাই থানার সর্ববৃহৎ সামাজিক ও মানবিক সংগঠন “হক সেবা ট্রাস্ট” এর সম্পূর্ন আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী জনাব শিশির মনির।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।৩০ মার্চ রবিবার রাজানগর ইউনিয়ন এর বিধবা, এতিম, বিশেষ চাহিদা সম্পন্ন ও অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে শাড়ি ওফুড প্যাকগুলো দেওয়া হয়েছে
চাল,ডাল,তেল,পেঁয়াজ, নুডলস, ও চিনিসহ প্রয়োজনীয় খাদ্য (ঈদসামগ্রী) রয়েছে ফুড প্যাকগুলোতে। খাদ্য সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত অসহায়-দুস্থ পরিবারের মানুষ।
শিশির মোহাম্মদ মনির বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। আমি চাই, রাজানগর ইউনিয়ন এর প্রত্যেকটি মানুষ সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করুক। আমাদের সমাজে ঈদ শুধু উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোর সময়। আমি আশা করি, এই ফুড প্যাক এবং শাড়ি তাদের ঈদের আনন্দে সামান্য হলেও স্বস্তি আনবে এবং ঈদের আনন্দকে পূর্ণ করবে।