
(TASS) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গাজা থেকে রুশ নাগরিকদের মুক্তি সম্ভব হয়েছে ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পর্কের কারণে। তিনি এই মন্তব্য করেন গাজা থেকে মুক্ত হওয়া আলেক্সান্দার ট্রুফানভের সঙ্গে এক বৈঠকে।
পুতিন বলেন, “আপনার মুক্তি এই সত্যের প্রতিফলন যে, ফিলিস্তিনি জনগণ, তাদের প্রতিনিধিদের ও বিভিন্ন সংগঠনের সঙ্গে রাশিয়ার স্থায়ী ও সুদৃঢ় সম্পর্ক রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আমি মনে করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত হামাসের নেতৃত্ব, তাদের রাজনৈতিক শাখার প্রতি— যারা আমাদের সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছে এবং এই মানবিক কাজটি করেছে, অর্থাৎ আপনাকে মুক্ত করেছে।”
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “নিশ্চিতভাবেই, আমরা সবকিছু করব যেন ভবিষ্যতেও এই ধরনের মানবিক কাজের পুনরাবৃত্তি ঘটে এবং যারা এখনো আপনার মতো পরিস্থিতিতে রয়েছেন, তাদেরও যেন মুক্তি নিশ্চিত করা যায়।”
পুতিন ট্রুফানভ ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, “সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, আপনি এখন নিরাপদ ও সুস্থ আছেন। আমি এই মুহূর্তে চলমান ঘটনাবলির কোনও রাজনৈতিক মূল্যায়ন দিতে চাই না। তবে আপনার সঙ্গে যা ঘটেছে, তা একটি বিরাট ট্র্যাজেডি।”
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি জঙ্গিরা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক হামলা চালিয়ে আলেক্সান্দার ট্রুফানভ, তাঁর মা ইলিনা, দাদি ইরিনা তাতি এবং বাগদত্তা সাপির কোহেনকে জিম্মি করে। আলেক্সান্দারের বাবা ভিতালি নিহত হন। ইলিনা ট্রুফানোভা, তাতি ও কোহেন ২০২৩ সালের নভেম্বরে ও ডিসেম্বরের শুরুতে মুক্তি পান। আলেক্সান্দার ট্রুফানভ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি লাভ করেন।