
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের এলন মাস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার “অসীম সম্ভাবনার” কথা তুলে ধরেছেন। মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক শীঘ্রই দক্ষিণ এশিয়ার এই দেশে পরিষেবা শুরু করতে চলেছে।
মোদি তাঁর এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন,
“এলন মাস্কের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, যার মধ্যে কিছু আমরা এ বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকে আলোচনা করেছিলাম। ভারত এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এলন মাস্ক বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্টারলিঙ্ক-এর মালিক। এছাড়াও তিনি আন্তর্জাতিক ডানপন্থী রাজনৈতিক আদর্শের প্রতি তাঁর সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রচার দাতা।
উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে যেমন মাস্কের সুসম্পর্ক রয়েছে, তেমনই মোদির সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।
স্টারলিঙ্কের বিনিয়োগ পরিকল্পনা
শুক্রবারের এই কথোপকথনের আগে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এই সপ্তাহে স্টারলিঙ্ক প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। এক্স-এ তিনি জানান:
“আলোচনায় স্টারলিঙ্কের উন্নত প্রযুক্তি, বিদ্যমান অংশীদারিত্ব এবং ভারতের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
মার্চ মাসে, ভারতের দুই প্রধান টেলিকম সংস্থা স্পেসএক্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যার ফলে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়। তবে এই পরিষেবা চালু হতে হলে স্পেসএক্সকে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের সময় মোদি ও মাস্কের মধ্যে একটি সরাসরি বৈঠক হয়। বৈঠকের পর মোদি বলেন, “এটি একটি গঠনমূলক আলোচনা ছিল”, যেখানে তারা মহাকাশ, পরিবহন, প্রযুক্তি এবং উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ভারতে ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানোর লক্ষ্যে স্টারলিঙ্ক-এর আগমনকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে।