
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়- পাকিস্তানের করাচিতে আহমদিয়া সম্প্রদায়ের একটি উপাসনালয়ে শুক্রবার এক উন্মত্ত জনতার হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও সম্প্রদায়ের মুখপাত্র।
আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র আমির মাহমুদ জানান, ১০০ থেকে ২০০ জনের একটি জনতা করাচির একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপে হামলা চালায় এবং ৪৭ বছর বয়সী মালিককে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। হামলার সময় প্রায় ৩০ জন ওই ভবনের ভেতরে আটকা পড়ে ছিলেন এবং হামলাকারীরা তখনো ভবন ঘিরে রেখেছিল বলে তিনি জানান।
করাচির সাদ্দার এলাকার পুলিশ সুপার মোহাম্মদ সফদার নিহতের খবর নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিপীড়নের শিকার আহমদিয়া সম্প্রদায়
আহমদিয়ারা পাকিস্তানের একটি সংখ্যালঘু সম্প্রদায়, যাদের অর্থডক্স মুসলমানদের একাংশ ধর্মচ্যুত বা কুফরী মনে করে। পাকিস্তানের আইন অনুযায়ী আহমদিয়ারা নিজেদের মুসলমান পরিচয়ে পরিচিত হতে পারেন না, এমনকি ইসলামিক প্রতীক ব্যবহার করাও তাদের জন্য নিষিদ্ধ।
এ কারণে তারা সহিংসতা, বৈষম্য ও সামাজিক নিপীড়নের শিকার হন। এমনকি সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রেও নানা আইনি ও প্রশাসনিক বাধার সম্মুখীন হন তারা।