
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যকার সাম্প্রতিক বৈঠকে এক অনন্য কূটনৈতিক আবহ তৈরি হয়। যুক্তরাষ্ট্রে গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প ও ভ্যান্সের সঙ্গে বৈঠক শেষে, মেলোনি ফিরে আসেন রোমে। তার কিছুক্ষণ পরই ভ্যান্সও ইস্টার ছুটি কাটাতে ইতালি পৌঁছান পরিবারের সঙ্গে।
ওভাল অফিসে এক যৌথ সংবাদ সম্মেলনে, যখন মেলোনি ইতালীয় ভাষায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, ট্রাম্প বলেন, “ওটা ছিল খুবই সুন্দর! কিন্তু তিনি কী বললেন?” মেলোনি মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন, যেখানে তিনি ট্রাম্পের অবস্থানের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন।
রোমে এসে ভ্যান্স মেলোনির সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন। সেখানে মেলোনি ইতালীয় ভাষায় এক বার্তা দিয়ে সাম্প্রতিক বৈঠককে “দারুণ” আখ্যা দেন এবং দুই দেশের মধ্যে “বিশেষ সম্পর্ক”-এর কথা বলেন। ভ্যান্স কৌতুক করে বলেন, “তিনি আমাকে অপমান করলেও, যেহেতু সেটা এত সুন্দর ভাষায় হবে, আমি মনেও করতাম না!”
ইউরোপীয় ইউনিয়নের কট্টর সমালোচক ট্রাম্প বরাবরই মেলোনিকে আলাদাভাবে দেখেন। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে নিজের শপথ অনুষ্ঠানে মেলোনিকে আমন্ত্রণ জানান, যা কোনো অন্য ইউরোপীয় নেতা পাননি।
মেলোনি এ বৈঠকে যুক্তরাষ্ট্রের গ্যাস আমদানি বাড়ানো ও ইতালীয় কোম্পানিকে সেখানে বিনিয়োগের আহ্বান জানান। একইসঙ্গে তিনি ট্রাম্পের “ওক সংস্কৃতি” ও “বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি”-র বিরোধিতার প্রতি সমর্থন জানান।
মেলোনি ট্রাম্পকে রোম সফরের আমন্ত্রণ জানালে ট্রাম্প সেটি গ্রহণ করেন, তবে তারিখ নির্ধারণ হয়নি। ইউরোপীয় নেতাদের প্রতি ট্রাম্পের অনাগ্রহ এর আগে লক্ষ্য করা গেলেও, মেলোনির ব্যাপারে তার উচ্ছ্বাস ছিল স্পষ্ট।
“সবাই তাকে পছন্দ করে ও সম্মান করে—এটা অনেকের ক্ষেত্রে বলা যায় না,” বলেন ট্রাম্প। “আমি বলব, তিনি ইউরোপে ঝড় তুলে দিয়েছেন।”