
চীনের বেইজিংসহ উত্তরাঞ্চলে প্রবল ঝড়ো হাওয়ার কারণে প্রধান দুটি বিমানবন্দরে মোট ৮৩৮টি ফ্লাইট বাতিল চীনের রাজধানীতে তীব্র ঝড়ো হাওয়া, শত শত ফ্লাইট বাতিল
শনিবার চীনের বেইজিংসহ উত্তরাঞ্চলে প্রবল ঝড়ো হাওয়ার কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
রয়টার্স বার্তা সংস্থার তথ্যানুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ১১:৩০ (জিএমটি ০৩:৩০) পর্যন্ত রাজধানীর দুটি প্রধান বিমানবন্দরে মোট ৮৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ঘণ্টায় সর্বোচ্চ ৯৩ মাইল (১৫০ কিমি) গতির ঝোড়ো হাওয়া — যা গত অর্ধ শতাব্দীতে বেইজিংয়ে দেখা সবচেয়ে শক্তিশালী বাতাস — সারা সপ্তাহান্তে বজায় থাকার পূর্বাভাস রয়েছে। ফলে বিভিন্ন পর্যটনকেন্দ্র ও ঐতিহাসিক স্থান বন্ধ করে দিতে হয়েছে।
জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা
শুক্রবার লাখ লাখ বাসিন্দাকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিছু রাষ্ট্রীয় গণমাধ্যম এমনকি সতর্ক করেছে, যাদের ওজন ৫০ কেজির কম, তারা সহজেই বাতাসে উড়ে যেতে পারেন।
ট্রেন ও পার্ক বন্ধ
বিমানবন্দরের এক্সপ্রেস সাবওয়ে লাইনসহ কিছু হাই-স্পিড রেললাইন বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের পার্কগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। পুরনো গাছগুলোতে আগেভাগেই জোড়াতালি দেওয়া হলেও ইতোমধ্যে রাজধানীতে প্রায় ৩০০টি গাছ পড়ে গেছে।
যানবাহনের ক্ষতি, তবে হতাহতের খবর নেই
কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো আহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষের পরামর্শ মেনে বেশিরভাগ বাসিন্দাই ঘরে ছিলেন। শহর কর্তৃপক্ষ ২২ মিলিয়ন বাসিন্দাকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে আহ্বান জানিয়েছিল।
এক স্থানীয় বাসিন্দা রয়টার্স-কে বলেন,
“বেইজিংয়ে সবাই বেশ আতঙ্কিত ছিল। আজ রাস্তায় প্রায় কেউই নেই। তবে পরিস্থিতি যতটা ভয়াবহ কল্পনা করেছিলাম, ততটা হয়নি।”
এক ব্যবসায়ী বলেন,
“আমি ঝেজিয়াং প্রদেশে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাতাসের কারণে গতকাল রাত ও আজকের সব ফ্লাইট বাতিল হয়েছে। কয়েকদিন পর আবার টিকিট কাটতে হবে। এখন আমি কার্যত বেইজিংয়ে আটকে গেছি।”
ঝড় কোথা থেকে আসছে?
এই প্রবল বাতাস এসেছে মঙ্গোলিয়ার ওপরের একটি ঠাণ্ডা ঘূর্ণাবর্ত থেকে এবং এটি সারা সপ্তাহান্ত ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।
১০ বছরে প্রথমবার বেইজিংয়ে ‘কমলা সতর্কতা’
বেইজিং শহর কর্তৃপক্ষ দশ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রবল বাতাসের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করেছে। শনিবার সবচেয়ে শক্তিশালী বাতাস বইবে বলে পূর্বাভাস।
চীনের বায়ু গতি পরিমাপক স্কেলে
চীনে বায়ুর গতি ১ থেকে ১৭ মাত্রা পর্যন্ত পরিমাপ করা হয়।
১১ মাত্রার বাতাস “গুরুতর ক্ষতি” করতে পারে।
১২ মাত্রা বা তার বেশি মানে “চরম ধ্বংসাত্মক”।
এই সপ্তাহান্তে বাতাসের মাত্রা ১১ থেকে ১৩ পর্যন্ত থাকবে বলে জানা গেছে।
রবিবার নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।