
জনপ্রিয় বৈশ্বিক গণমাধ্যমে এপি’র প্রতিবেদনে বলা হয়- মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার ভ্যাটিকানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন, যেখানে শরণার্থী সংকট, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বন্দীদের বিষয়ে ‘মতবিনিময়’ হয়েছে বলে জানিয়েছে পবিত্র সী।
ভ্যাটিকানের পররাষ্ট্র সচিব কার্ডিনাল পিয়েত্রো পারোলিন এবং পররাষ্ট্রমন্ত্রী আর্চবিশপ পল গ্যালাগারের সঙ্গে ভ্যান্সের বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নিয়েছে এবং যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
ভ্যাটিকান বলেছে, তারা আশা করে যুক্তরাষ্ট্র ও ক্যাথলিক চার্চের মধ্যে ‘শান্তিপূর্ণ সহযোগিতা’ বজায় থাকবে, যেটি দুর্বল জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এই মন্তব্যটি এমন সময় এলো যখন ভ্যান্স মার্কিন ক্যাথলিক বিশপ সম্মেলনের বিরুদ্ধে অভিবাসীদের পুনর্বাসনের নামে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ নিয়ে সরকারী তহবিল পাওয়ার অভিযোগ তুলেছিলেন, যা মার্কিন ক্যাথলিক নেতৃত্ব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
ভ্যাটিকানের কার্ডিনাল পারোলিন ইতালীয় দৈনিক লা রিপুবলিকা-কে আগের দিন বলেন, “বর্তমান মার্কিন প্রশাসনের নীতি পশ্চিমা দৃষ্টিকোণ থেকে বহু ক্ষেত্রে একেবারেই ভিন্ন এবং আমরা যেটার ওপর দীর্ঘদিন নির্ভর করেছি, তার বিপরীত।”
তিনি ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়ে বলেন, “শান্তি কোনোভাবেই চাপিয়ে দেওয়া যাবে না; বরং সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ধাপে ধাপে গড়ে তুলতে হবে।”
ভ্যান্স, একজন ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত নেতা, ইস্টার সপ্তাহান্তে তার স্ত্রী উষা ও কন্যা মিরাবেলকে নিয়ে রোমে অবস্থান করছেন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাতের পর সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গুড ফ্রাইডে-এর প্রার্থনায় অংশ নেন। শনিবার তিনি পরিবারসহ সিস্টিন চ্যাপেল-এর একটি ব্যক্তিগত পরিদর্শনে অংশ নেন।
পোপ ফ্রান্সিস ও ভ্যান্স এর আগেও অভিবাসন নীতির প্রশ্নে প্রকাশ্য মতবিরোধে জড়িয়েছেন। পোপ ফ্রান্সিস বারবার অভিবাসীদের প্রতি যত্নবান হওয়ার বার্তা দিয়ে এসেছেন এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে তার প্রগতিশীল অবস্থান মার্কিন চার্চের রক্ষণশীল অংশের সঙ্গে সংঘাতে এসেছে।
ফেব্রুয়ারিতে অসুস্থ হওয়ার আগে পোপ যুক্তরাষ্ট্রের গণহারে অভিবাসী বহিষ্কারের পরিকল্পনাকে মানবিক মর্যাদার লঙ্ঘন বলে আখ্যা দেন। একই সময়ে এক চিঠিতে তিনি ‘অর্ডো আমোরিস’ বা ‘ভালোবাসার শৃঙ্খলা’ সম্পর্কে ভ্যান্সের ব্যাখ্যাকে ঘুরিয়ে সংশোধন করেন।
পোপ লেখেন, “খ্রিস্টীয় ভালোবাসা কখনোই ধাপে ধাপে সম্প্রসারিত স্বার্থের বিষয় নয়। বরং এটি এমন একটি ভ্রাতৃত্ব গড়ে তোলে যা সবার জন্য উন্মুক্ত, কোনো ব্যতিক্রম ছাড়াই।”
ভ্যান্স, যিনি নিজেকে “বেবি ক্যাথলিক” বলে পরিচয় দেন, বলেন তিনি পোপের বক্তব্যকে সম্মান করেন তবে নিজের অবস্থানে দৃঢ় থাকবেন। ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ন্যাশনাল ক্যাথলিক প্রেয়ার ব্রেকফাস্টে তিনি বলেন, “বিশ্বাস সম্পর্কে অনেক কিছুই আমি এখনও শিখছি।”
পোপের স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রার্থনার বার্তাও দিয়েছেন।