
ইরানে সন্ত্রাসী হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত
ইসরাইলের বিমান হামলার পর ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে দেশটির ১০ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেদন মতে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশে কয়েকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। এর কয়েক ঘণ্টা পর দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
সশস্ত্র হামলাকারীরা সীমান্তরক্ষীদের দু’টি টহল ইউনিটের ওপর চোরাগোপ্তা হামলা চালায়। এতে ১০ জন নিহত হন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে। তাদের সঙ্গে সীমান্তরক্ষীদের গুলি বিনিময় হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সিস্তান বেলুচিস্তান সীমান্তের তাফতান এলাকায় একটি বিরোধের খবর পেয়ে সীমান্তরক্ষীরা সেখানে যায়। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালনো হয়।
সিস্তান বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনী প্রায়ই জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের হামলার শিকার হয়। হামলার কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যম দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেছে। প্রদেশটিতে জইশ আল-আদলের পাশাপাশি আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি আছে।