
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে
শহীদ হওয়া জিসান হত্যা মামলার আসামীদের আশ্রয়দাতা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল থেকে চাঁদাবাজি করা সহ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকাসহ হত্যা মামলা তুলে না নেওয়ায় পরিবারের সদস্যকে তুলে নিয়ে আটকে রেখে হত্যার হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
আজ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া জিসানের পরিবারসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসী।
ছাত্রজনতার আন্দোলনে শহীদ হওয়া জিসানের পিতা আলমগীর মোল্লা জানান, জিসান হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বেশ কিছুদিন যাবত রূপগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজির মূল হোতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জিসানের পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকারের ভয়ভীতি হুমকি দেওয়াসহ উল্লেখ্য করে যে গত শনিবার জিসানের চাচা কাউছার মোল্লাকে রুপগঞ্জের হাঁটাবো এলাকার পারটেক্স ফ্যাক্টরির ভিতর থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসী দিপু বাহিনীর লোকজন। এবং জিসান হত্যা মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়ে শহীদ জিসানের চাচাকে সন্ত্রাসী বাহিনী হাত থেকে উদ্ধার করেন জিসানের বাবা।