
কিয়েভের পক্ষ থেকে চীনা নাগরিকদের রাশিয়ার পক্ষে যুদ্ধ করার যে দাবি করা হয়েছিল, সেটি আজ বেইজিং প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, “এ ধরনের দাবি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, চীনের অবস্থান খুবই পরিষ্কার।”
গতকাল, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন যে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় দুইজন চীনা নাগরিককে আটক করেছে কিয়েভ। এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে লিন জিয়ান বলেন, “ইউক্রেনের পক্ষ থেকে চীনের রাজনৈতিক প্রচেষ্টা এবং সংকট সমাধানে কার্যকর ভূমিকার সঠিক মূল্যায়ন করা উচিত।”
এছাড়াও, তিনি চীনা নাগরিকদের অস্ত্রধারী সংঘর্ষ থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং জানান যে বেইজিং বর্তমানে কিয়েভের পক্ষ থেকে আসা তথ্য যাচাই করছে।
জেলেনস্কি আরো বলেন, “এটি স্পষ্ট সংকেত যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করতে চান না।” তবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, “চীনা সরকার সবসময় চীনা নাগরিকদের সংঘর্ষপূর্ণ এলাকায় না যাওয়ার এবং কোনো পক্ষের সামরিক কার্যক্রমে অংশ না নেয়ার আহ্বান জানিয়ে থাকে।”
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রিই সাইবিহা পরে জানান, কিয়েভ চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে মন্ত্রণালয়ে ডেকে এনে এই দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ব্যাখ্যা দাবি করে। তিনি এক বিবৃতিতে বলেন, “রাশিয়ার আক্রমণকারী বাহিনীর অংশ হিসেবে চীনা নাগরিকদের যুদ্ধ করা চীনের শান্তির প্রতি ঘোষিত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে এবং বেইজিংয়ের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বিশ্বস্ততাকে ক্ষুণ্ণ করে।”
এদিকে, রাশিয়া এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।