
তুরস্কের সংসদে বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে ন্যায়বিচারের পক্ষে তুর্কির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, একটি অনিশ্চিত বিশ্বে ন্যায়বিচার ও সত্যের পক্ষে তুর্কির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে চাই আমরা।”
আঙ্কারায় তুর্কি সংসদে ভাষণকালে প্রাবোয়ো বলেন,
“আমাদের জন্য তুরস্ক আসলে ওসমানীয় সাম্রাজ্যেরই একটি ধারাবাহিকতা। আমরা আমাদের ঐতিহাসিক সম্পর্ক মনে করি।”
প্রিয় নায়ক আতাতুর্ক ও সুলতান মুহাম্মদ ফাতিহ
৭৩ বছর বয়সী প্রাবোয়ো তার ভাষণে নিজের যৌবনের স্মৃতিচারণ করে বলেন,
“আমার নায়ক, আমার আইকন ছিলেন মোস্তফা কামাল আতাতুর্ক ও ওসমানীয় সুলতান মুহাম্মদ ফাতিহ।”
আতাতুর্ককে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা ও সুলতান মুহাম্মদ ফাতিহকে ঐতিহাসিক বিজেতা হিসেবে শ্রদ্ধা জানান তিনি।
ফিলিস্তিন প্রসঙ্গে ‘মুনাফিক দেশগুলোর’ সমালোচনা
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্যে প্রাবোয়ো বলেন,
“অনেক দেশ মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কথা বলে, কিন্তু গাজায় যখন নারী ও শিশুরা বোমায় মারা যাচ্ছে, তখন এসব দেশ চুপ থাকে। মানবাধিকার লঙ্ঘনকে তারা উপেক্ষা করে যাচ্ছে।”
ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা
তিনি আরও জানান, ইন্দোনেশিয়া কমপক্ষে ১,০০০ ফিলিস্তিনি চিকিৎসা-প্রয়োজনে আহত ও এতিম শিশুদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করবে।
সরকারি সফরে তুরস্কে প্রাবোয়ো
বুধবার সরকারি সফরে তুরস্কে পৌঁছান প্রাবোয়ো সুবিয়ান্তো। সফরকালে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন এবং শুক্রবার শুরু হওয়া তিন দিনের আন্তালিয়া কূটনৈতিক ফোরামেও অংশ নেবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে প্রায় ৫১,০০০ মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এবং অঞ্চলটি এখন বাসযোগ্যতার বাইরে চলে গেছে।