
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শুক্রবার বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় একটি “উইন-উইন” ফলাফল চায়। তিনি জানিয়েছেন, এই আলোচনার জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটনে শীর্ষ অর্থনৈতিক সহকারীকে পাঠানো হবে। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সরকারি টাস্কফোর্স সভায় প্রধানমন্ত্রী ইশিবা অর্থনৈতিক পুনরুজ্জীবনমন্ত্রী রিয়োসেই আকাজাওয়াকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনার দায়িত্ব দেন।
প্রধানমন্ত্রী বলেন, “পারস্পরিক শুল্কের একটি অংশ স্থগিত রাখা হয়েছে, তবে এটা অস্বীকার করা যাবে না যে অটোমোবাইল, স্টিল এবং অ্যালুমিনিয়ামসহ আমাদের দেশের মেরুদণ্ড হিসেবে কাজ করা খাতগুলো এবং বৈশ্বিক অর্থনীতিও যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতির কারণে বড় ধাক্কা খাবে।”
সোমবার ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইশিবা বলেন, ওয়াশিংটনের আরোপিত অতিরিক্ত ২৪% শুল্ক—যা পরে স্থগিত করা হয়েছে—জাপানের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ দুর্বল করে দিতে পারে।
উভয় নেতা শুল্ক আলোচনা এগিয়ে নিতে নিজ নিজ কর্মকর্তাদের নিযুক্ত করার বিষয়ে একমত হন।
আকাজাওয়া আগামী সপ্তাহে ওয়াশিংটনে গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ইশিবা বলেন, “আমরা একটি ‘অল-জাপান’ দল গঠন করছি, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হবে এবং আমাদের দেশের শিল্প খাতের জন্য প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা গ্রহণ করবে।”
উল্লেখ্য, বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যাপী অনেক দেশের জন্য অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন, যার ফলে জাপানের ক্ষেত্রে শুল্কহার ১০% এ রাখা হয়।