
পদ্মা নদীতে ইলিশ রক্ষায় অভিযান আটক ৪
নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ মা ইলিশ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ রহমান পদ্মা নদীতে ৩ নাম্বার সিঙ্গেল থাকা কালীন ও অভিযান পরিচালনা করেন দেশের সম্পদ রক্ষা করার জন্য বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর,কুন্ডেরচরের চিটারচর পালেরচর পদ্মানদীতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ রহমান ও মৎস্য কর্মকর্তা রেজাউল হোসেন
এসময় তারা নদী হতে ৬০০ মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ সহ ৪ জনকে আটক করেছেন আটকৃতরা হলেন ১/নয়ন( ২০) পিতা : আমির হোসেন ২/ইব্রাহিম(২৩) পিতা কুদ্দুস বেপারী ৩/মেহেদী হাসান(২৫) পিতা আজিজ বেপারী ৪/জুমমান (১৮) পিতা আফজাল পাইক। সর্বস্ব সাং/ গ্রাম: দিয়ারা কাতুরিয়া পালেরচর ইউনিয়ন জাজিরা উপজেলা।
এ সময় আসামিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ রহমান আটককৃতদের ১২দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সেই সাথে পুলিশের সহায়তায় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলেন জব্দকৃত জাটকা বিভিন্ন এতিম খানায় দান করেন