
আকিস টেক্সটাইলের কেমিক্যাল তৈরি ময়লার বাগার।
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়
আকিজ টেক্সটাইল লিমিটেড এর কেমিক্যালের ময়লা আবর্জনা কারণে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ময়লা ও কেমিক্যাল পানিতে নষ্ট হচ্ছে ধলেশ্বরী নদী বই পুস্তকে পড়েছি, সেই নদীতে বড়ো বড়ো নৌকা ও জাহাজ চলেছে তাও শুনেছি
,কিন্তু বর্তমানে ধলেশ্বরী নদী আগের মত নেই, নদী শুকিয়ে হয়েছে জমি সেখানে কৃষক ফসল উৎপাদন করে
দেশের অর্থ নিতে এক বিরাট ভূমিকা পালন করছে,
নদী শুকিয়ে যাওয়ার জন্য নদী খালে তৈরি হয়েছে, ২০২০ সালে নদী খন প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদী খন করা হয়
,নদীতে পানি প্রবাহিত হয়, কিন্তু আকিজ গ্রুপের ময়লা ও কেমিক্যালের পানিতে নষ্ট হয়েছে সেই নদীর পানি দিয়ে কৃষিক কাজ করতে পারছেনা, জেলে পাচ্ছে না মাছ, এলাকা বাসি নদীর পানি দিয়ে কোন কাজ করতে পারেনা,জমির পলি মাটি নষ্ট হচ্ছে,
সরজমিনে গিয়ে দেখা যায় আকিজ গ্রুপের ময়লা ও কেমিক্যাল পানি নদীতে গিয়ে পড়ার পর থেকে এই সমস্যা হচ্ছে,
নদী সংরক্ষণের দাবি এলাকা বাসিন্দাদের।
টেক্সটাইলের সকল আবর্জনা গুলো পুড়িয়ে ফেলা ছাই নদীর পারে রেখে দেয়। বৃষ্টি হলেই সেই পুড়িয়ে ফেলা ছাইগুলো নদীর পানির সাথে মিশে যায়।
আকিজ টেক্সটাইলের ময়লা আবর্জনা বৃষ্টির পানিতেও মিসে যায় এবং নদীতে ভেসে যাওয়া দূষিত পানি ব্যবহার করলে স্থানীয়রা অসুস্থ হয়ে পরে কারণে নদীর পানি বিষাক্ত হয়ে গেছে আর একই সাথে পাইপ দিয়ে ময়লা পানি ও বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি ব্যবহার হয়।
নদীর মাছ মরে পচে ভেসে উঠে, সাধারণ মানুষ গোসল করতে পারেনা কারণ এই নদীতে নামলে ঘাউ পসরা হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পানিতে কেমিক্যালের কারণে ও স্বচ্ছ পানি বিষাক্ত পানি কালো রূপ ধারণ করে।
নদীর তীরবর্তী এলাকার স্থানীয় সাইদুর রহমান জানান নদীতে ময়লা আবর্জনার কারণে আকিজ গ্রুপকে বেশ কয়েকবার আমরা জানিয়েছি। কিন্তু শত প্রতিবাদ করার পরেও তারা থামেনি বিষাক্ত কেমিক্যালের কারণে পানি দূষিত হওয়া এবং পরিবেশ দূষিত হওয়ার বিষয়টি।
বারংবার সেজন্য আমরা সাধারণ মানুষ অভিযোগ জানিয়েছে এব্যপারে কোন কাজ হয়নি,এলাকার কিছু স্থানীয় প্রভাবশালী লোক ও বর্তমান চেয়ারম্যান আকিজ গ্রুপের সাথে সক্ষতা করে ময়লা ফেলার জন্য সাহায্য সহযোগিতা করেছে। এবং মোটা অংকের টাকা নেন বলে অভিযোগ। স্থানীয় আব্দুল মজিদ জানান এ পর্যন্ত আমরা যতবার অভিযোগ করে। এবং নিজেরা উদ্যোগ নিয়েছি অবৈধভাবে নদীতে আবর্জনা ফেলা যাবে না ।
এবিষয় আকিস্ টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষের সাথে মুঠো ফোনের মাধ্যমে বারংবার যোগাযোগ করলে তাদের থেকে কোন সারা পাওয়া যায়নি।
কোম্পানিদের ময়লা নদীতে ফেলার জন্য সাহায্য সহযোগিতা করে সেজন্য সাধারণ মানুষ কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন দ্রুত ময়লা নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন