
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর টিকিট নিয়ে চলছে হাহাকার
আগামী শনিবার (২৬ অক্টোবর) মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা শনিবার রাত ১টায় মাঠে গড়াবে প্রথম এল ক্লাসিকো।
খেলাধুলা ডেস্ক :
গেল কয়েক বছরের তুলনায় এবারের ক্লাসিকো নিয়ে উন্মাদনা বেড়েছে সমর্থকদের। টিকিট নিয়ে পড়ে গেছে হাহাকার। বেশি দাম দিয়ে হলেও মৌসুমের প্রথম ক্লাসিকো দেখতে চান সমর্থকরা। মূলত মেসি, রোনালদোর ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের আলাদা দর্শক তৈরি করেছেন এমবাপ্পে, লেভানদোভস্কি, লামিনে ইয়ামালরা। লিগেও এবার সমানতালে লড়াই করছে রিয়াল ও বার্সা। বেড়েছে প্রতিন্দ্বন্দ্বিতা। তাইতো হারানো জৌলুস ফিরে পাওয়ার আভাস মিলছে এল ক্লাসিকোর।
এল ক্লাসিকো। ক্লাব ফুটবলের সবচেয়ে শ্বাসরূদ্ধকর লড়াই। স্প্যানিশ লিগের দুই দল রিয়াল-বার্সার ধ্রুপদী লড়াইয়ের জন্য অপেক্ষায় থাকেন কোটি কোটি ফুটবল সমর্থক। গেল কয়েক বছর ধরে পুরনো সেই চিত্র ছিল না এ দুই দলের লড়াইয়ে। ক্লাসিকো হারায় তার গৌরবোজ্জ্বল অতীত।। মূলত রোনালদো ও মেসি ভিন্ন দেশের লিগে পাড়ি জমানোর পর থেকেই রং হারাতে থাকে স্নায়ুক্ষয়ী এই লড়াই। তবে, স্প্যানিশ ফুটবলে আবারো তার হারানো জৌলুস ফিরে পাচ্ছে এল ক্লাসিকো।
আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর আগে সবশেষ ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে এলক্লাসিকো হলেও, সেটা ছিল প্রাক মৌসুমেরর। নতুন মৌসুমের প্রথম ক্লাসিকো নিয়ে উন্মাদনায় ভাসছেন সমর্থকরা। টিকিটির জন্য পড়ে গেছে হাহাকার। এরইমধ্যে দশ লাখেরও বেশি দর্শক অনলাইনে টিকিট পাওয়ার জন্য লাইন ধরেছেন। অপেক্ষায় আছেন আরও অনেকে। এবারের এল ক্লাসিকোর টিকিটের সর্বনিম্ন দাম ১৩০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার টাকা।
তবে, অর্থ নিয়ে ভাবনা নেই কারো। টিকিট পাওয়া যেন হয়ে দাঁড়িয়েছে মর্যাদার ম্যাচ জয়ের মতই। কিন্তু হঠাৎ করে রিয়াল-বার্সা ম্যাচ নিয়ে উন্মাদনার কারণটা? এমবাপ্পে, এন্দরিক যোগ দেয়ার পর রিয়ালকে ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। আগে থেকেই আছেন বেলিংহ্যাম, ভিনিসিউসরা। ঋণের বোঝা নিয়ে দীর্ঘদিন ধরেই ধুকতে থাকা বার্সেলোনাও এবার তারুণ্যের জয়গানে উড়ছে। লামিনে ইয়ামাল, লেভানদোভস্কি, পাবলো তোরেরা দ্যুতি ছড়াচ্ছেন প্রতিটি ম্যাচেই।
অনেকদিন পর তারকায় ঠাসা দল নিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে দুদলই। তারকারাও মেসি-রোনালদোর ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের আলাদা স্টাইল দিয়ে মুগ্ধ করেছেন সমর্থকদের। তাইতো এল ক্লাসিকো ফিরে পাচ্ছে তার হারানো সৌন্দর্য্য। এ মুহূর্তে লা লিগায় ১০ ম্যাচে ৯ জয় ও এক হারে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ জয়, তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দারুণভাবে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই।
সবশেষ লিগের ম্যাচে বার্সেলোনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সেভিয়া। এমবাপ্পে, ভিনিসিউস ম্যাজিকে রিয়ালও হারিয়েছে সেল্টা ভিগোকে। দু’দলের ফুটবলারদের জ্বলে ওঠাই সমর্থকদের আগ্রহ বাড়িয়েছে ক্লাসিকোতে।