ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি উইমেনস ক্রিকেটার অব দ্য ইয়ার হলেন –

খেলাধুলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আমেলিয়া কের নিউজিল্যান্ডের অলরাউন্ডার আমেলিয়া কের ২০২৪ সালে আইসিসি উইমেনস ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়ে প্রথমবারের মতো রাচেল হেয়হো-ফ্লিন্ট ট্রফি জিতেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসি এই ঘোষণা দেয়। নিউজিল্যান্ডের ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি এই সম্মান অর্জন করেছেন। কের এই পুরস্কার অর্জন করেন গত অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম শিরোপা জয়ে অসাধারণ ভূমিকা রাখার জন্য।

আমেলিয়া কেরকে একইসঙ্গে ২০২৪ সালের আইসিসি উইমেনস টি২০আই ক্রিকেটার অব দ্য ইয়ারও ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালে টি২০ ফরম্যাটে তিনি ৩৮৭ রান করেন এবং ২৯টি উইকেট শিকার করেন, যেখানে তার গড় ছিল ১৫.৫৫। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার অলরাউন্ড পারফরম্যান্স (৪৩ রান ও ৩/২৪) তাকে ম্যাচ-সেরা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি এনে দেয়। টুর্নামেন্টে তিনি ১৫টি উইকেট নিয়ে শীর্ষ বোলার হিসেবে শেষ করেন এবং ছয় ইনিংসে ১৩৫ রান সংগ্রহ করেন।

৫০ ওভারের ফরম্যাটেও কেরের পারফরম্যান্স ছিল চমৎকার। তিনি ২৬৪ রান করেন ৩৩.০০ গড়ে এবং ১৪টি উইকেট নেন, যার মধ্যে ভারতের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেটের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।

কের দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ড্ট, শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্থু এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার আনাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন।

পুরস্কার পেয়ে কের বলেন, “আইসিসি উইমেনস ক্রিকেটার অব দ্য ইয়ার এবং রাচেল হেয়হো-ফ্লিন্ট ট্রফি পাওয়া আমার জন্য বিরাট সম্মানের। ব্যক্তিগত পুরস্কার নিয়ে তেমন ভাবনা না থাকলেও এটি সত্যিই বিশেষ কিছু। দলকে সহায়তা করতে পারাই একজন ক্রিকেটারের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার এই সাফল্যে যারা পাশে থেকেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

আইসিসি উইমেনস টি২০আই টিম অব দ্য ইয়ার:
লরা ওলভার্ড্ট (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (ভারত), চামারি আতাপাত্থু (শ্রীলঙ্কা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), ন্যাট স্কিভার-ব্রান্ট (ইংল্যান্ড), আমেলিয়া কের (নিউজিল্যান্ড), রিচা ঘোষ (ভারত) (উইকেটকিপার), মারিজানে ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), অরলা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড), দীপ্তি শর্মা (ভারত), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।

এদিকে, ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ২০২৪ সালের আইসিসি উইমেনস ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। তিনি ৫৭.৪৬ গড়ে ৭৪৭ রান করেন এবং বছরের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন।

আইসিসি উইমেনস ওডিআই টিম অব দ্য ইয়ার:
স্মৃতি মান্ধানা (ভারত), লরা ওলভার্ড্ট (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), চামারি আতাপাত্থু (শ্রীলঙ্কা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মারিজানে ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), অ্যামি জোন্স (ইংল্যান্ড) (উইকেটকিপার), দীপ্তি শর্মা (ভারত), সোফি একলেস্টোন (ইংল্যান্ড), কেট ক্রস (ইংল্যান্ড)।

এছাড়া, দক্ষিণ আফ্রিকার আননারি ডার্কসেন আইসিসি এমার্জিং উইমেনস ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাতের এশা ওজা দ্বিতীয়বারের মতো আইসিসি উইমেনস অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.