
আমি জোনায়েদ বাগদাদী আল্লাহ পর্যন্ত পৌঁছেছি।
হযরত জোনায়েদ বাগদাদী (রহঃ) একদিন নদীর ওপারে যাওয়ার জন্য মনস্থির করলেন!!
ধর্ম ডেস্ক :
এ সময় তার সঙ্গে একজন মুরিদ ছিলেন। নদীর ওপারে যাওয়ার কোনো উপকরণ না পেয়ে তিনি পা হেঁটে নদী পারের সিদ্ধান্ত নিলেন!!!
সে সময় তার মুরিদ তাকে বললেন- হুজুর কিভাবে পায়ে হেটে নদী পার হবো??
তখন হযরত জোনায়েদ বাগদাদী (রহঃ) তাকে বললেন,-যখন নদীতে পা দেবে,,তখন “ইয়া জোনায়েদ” বলবে !!
আর সারা নদী পথ “ইয়া জোনায়েদ” বলতে থাকবে!
মুরিদ তখন পীর সাহেবের হুকুম মতো চলতে থাকলো।
হযরত জোনায়েদ বাগদাদী (রহঃ) “আল্লাহ আকবর” বলে নদীতে পা দিলেন আর “আল্লাহ আল্লাহ” বলতে বলতে নদী পার হতে লাগলেন!!
ওনার মুরিদও “ইয়া জোনায়েদ” বলে নদীতে পা দিলো ,,আর “ইয়া জোনায়েদ” বলতে বলতে নদী পার হচ্ছিলেন!!
ঠিক তখন নদীর মধ্যখানে দরবেশ বেশে শয়তানের আগমন হলো, সেই মুরিদের নিকট। শয়তান তাকে বললো;_হে জোনায়েদ বাগদাদীর মুরিদ, তুমি কতবড় ভুল করছো জানো ??
তোমার পীর সাহেব “আল্লাহ আল্লাহ” বলছে আর তুমি “ইয়া জোনায়েদ” বলছো? এটা কেমন হলো? তোমার পীর সাহেব যা করছেন তা তোমারও করা উচিত!! তুমি আল্লাহকে ভুলে গেলে?? তুমি তো শিরকি গুনাহ করছো। মুরিদ শয়তানের এ কথায় নিজে নিজে ভাবতে লাগলো; আসলেই তো আমি আল্লাহকে ভুলে গেছি! তখন সেই মুরিদ “ইয়া জোনায়েদ” নামের স্থলে “আল্লাহর” নাম বলতে লাগলেন। যতই আল্লাহর নাম বলছে- ততই সে নদীতে ডুবে যাচ্ছে। যখন তার গলা পর্যন্ত ডুবে গেছে তখন সে মুর্শিদকে ডাক দিলো !
জোনায়েদ বাগদাদী (রহঃ) তখন তাকে বললেন ,এবার ইয়া শব্দ বাদ দিয়ে “জোনায়েদ জোনায়েদ “বলো!! মুরিদ তাই করলো! এভাবে মুরিদ হেটে হেটে নদী পার হলো! নদী পার হওয়ার পরে হযরত জোনায়েদ বাগদাদী (রহঃ) মুরিদকে বললেন-আমি জোনায়েদ আল্লাহ পর্যন্ত পৌছিয়েছি।
তাই আমি আল্লাহ জিকির করছি! আর তুমি আমি জোনায়েদ পর্যন্ত পৌছিয়েছো, তাই তোমার জিকির ইয়া জোনায়েদ!! যখন তুমি আল্লাহ পর্যন্তে পৌছে যাবে তখন তোমার প্রতিটি অংঙ্গ আল্লাহ আল্লাহ জিকির করবে.. সুবহানাল্লাহ্।
বর্ণনাটি তাযকিরাতুল আউলিয়ার মধ্যে আছে।كرامة ألاولياء حق আউলিয়ায়ে কিরামের কারামত সত্য।