
মাহাবুব তালুকদার:
নোয়াখালীর বেগমগঞ্জ থানা এলাকার ব্যাংক রোড থেকে নিখোঁজ যুবক সাইফুল ইসলাম ৫ দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাইফুল ইসলাম (৩১) সাতক্ষীরা কালিগঞ্জ থানার রহমতপুর গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সাত্তার সরদারের ছেলে।
(শনিবার ১৫ মার্চ) আনুমানিক সকাল ১০ টায় শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাশিমপুর এলাকায় রাস্তার পাসে দোকানের বেঞ্চের উপর থেকে অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তার সাথে থাকা মানিব্যাগ থেকে পরিচয় সনাক্ত করে তার পরিবারকে জানানো হয়।
পরিবার সূত্রে জানা যায় ১০ মার্চ সোমবার নোয়াখালীর মাইজদী চৌমুহনী ব্যাংক রোড থেকে নিখোঁজ হয় সাইফুল ইসলাম। পরিবার আরও জানায়,
সে, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভ হিসেবে কর্মরত ছিলেন। ওইদিন ফার্মেসি থেকে এক লক্ষ ষাট হাজার বাকি টাকা কালেকশন করে ফেরার পথে মাক্স পরিহিত তিনজন লোক থামিয়ে তার গলায় হাত দিয়ে কথা বালার পরে অচেতন হয়ে যায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, এ বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি।