
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাজিরা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকন মোঃ দ্বীন ইসলাম মারুফের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক এসএম সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিকদলের শরীয়তপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ মুজাম্মেল হক মিন্টু সওদাগর।
সভায় আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারী। জাজিরা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মনির হোসেন-সহ শ্রমিকদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।