
মাহাবুব তালুকদার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূরউদ্দীন অপু’র রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভেদরগঞ্জ উপজেলা ও পৌর সাখা যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব হাবিবুর রহমান তালুকদার রতন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হাসেম ঢালী, বিএনপি নেতা আসলাম হোসাইন মাঝি, পৌর বিএনপি নেতা সেকান্দার তালুকদার, সেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক কামাল রাড়িসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক তালুকদার। সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের সভাপতি মোঃ ইস্কান্দার ছৈয়াল।