
নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের গোসাইরহাট উপজেলা সাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
(৩ এপ্রিল বৃহস্পতিবার) গোসাইরহাট উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের কার্যালয়ে এই সভা হয়।

সভায় উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার চৌকিদারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল সিকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আলাউদ্দিন সরদার, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ডাঃ বিএম জয়নুল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মুজাম্মেল ঢালী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান, জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর সরদার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জসিম মোতায়েত, নড়িয়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক সাইফুল শিকারি, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ফরুক হোসেন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেন।