
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে-– প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রকাশ্যে সমালোচনা করেছেন, কিয়েভে রাতভর মিসাইল ও ড্রোন হামলার পর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ভ্লাদিমির, থামো!”
ট্রাম্প বলেন, “আমি কিয়েভে রাশিয়ার হামলা নিয়ে খুশি নই। এটা প্রয়োজনীয় ছিল না, এবং সময়টাও অত্যন্ত খারাপ।”
এই মন্তব্য ট্রাম্প দিলেন একদিন পরই যখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনাকে ব্যাহত করার অভিযোগ করেছিলেন, কারণ জেলেনস্কি জানিয়েছিলেন যে ইউক্রেন কখনোই রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলকে স্বীকৃতি দেবে না।
ক্রেমলিন এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া “সেনাবাহিনী এবং সামরিক-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু” তে হামলা চালিয়ে যাচ্ছে।
পুতিনের প্রতি ট্রাম্পের এই বিরল সমালোচনা আসে এমন এক সময়ে, যখন তিনি একদিন আগে জেলেনস্কির সমালোচনা করে বলেছিলেন, ইউক্রেনের “ক্রিমিয়া নিয়ে অবস্থান শান্তি আলোচনার জন্য অত্যন্ত ক্ষতিকর।”
ট্রাম্প আরও বলেন, “ক্রিমিয়া বহু বছর আগেই হারিয়ে গেছে এবং এখন সেটা কোনো আলোচনার বিষয়ই নয়।”
উল্লেখ্য, মার্চ মাসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে অনুষ্ঠিত এক বিতর্কিত বৈঠকেও দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল।