
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এর বিবৃতিতে বলা হয়েছে- স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্টবিষয়ক ভাইস-প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার আজ দোহায় আয়োজিত আরথনা সামিটের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, বৈঠকে বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবার আনুষ্ঠানিক যাত্রার আগমুহূর্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
গত দুই দশক ধরে এলন মাস্কের সঙ্গে কাজ করা ড্রেয়ার জানান, এই অংশীদারত্ব নিয়ে তিনি আশাবাদী।
তিনি বলেন, “আমরা এখন একেবারে শেষ পর্যায়ে। আমি আমার টিমকে বলেছি মে মাসের মধ্যেই কারিগরি উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে।”
বৈঠকে অধ্যাপক ইউনুস বলেন, “বাংলাদেশে এটি একটি বড় খবর। মানুষ দিন গুনছে।” তিনি আরও বলেন, “যখন সেই সময় আসবে, তখন এটি একটি বড় উদযাপন হতে হবে।”
এই অংশীদারত্বের শুরু হবে কারিগরি রোলআউট দিয়ে, পরে পূর্ণমাত্রার কার্যক্রম শুরু হবে—যার আগে কয়েকটি চূড়ান্ত বিষয় নিষ্পত্তি করতে হবে।
এছাড়াও, এলন মাস্ক প্রতিষ্ঠিত পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল-এর মাধ্যমে স্পেসএক্স-এর ডিজিটাল লেনদেন চালু করার সম্ভাবনাও আলোচনা হয়েছে।
ড্রেয়ার বলেন, “এই উদ্যোগটি শুরু থেকেই অত্যন্ত সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ছিল—এটি আমাদের অংশগ্রহণ করা অন্যতম সেরা প্রকল্পগুলোর একটি।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো