
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে- ভারত শাসিত কাশ্মীরে পহেলগামের বন্দুকধারীদের হামলার পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দিল্লিতে আজ সন্ধ্যায় এক সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার।
বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “পাকিস্তান নিয়ে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তকে সব রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমে সমর্থন করেছে। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগামীতে সরকার যা পদক্ষেপ নেবে, তা সমর্থন করবে বলেছে বিরোধী দলগুলো।“
পহেলগামের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৈঠক শুরু হলে এক মিনিট নীরবতা পালন করা হয়।
লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, “সব দলই এই হামলার নিন্দা করেছে। সরকারের যে কোনও পদক্ষেপ নেওয়াতে বিরোধীদের সমর্থন আছে।“
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, “আমাদের দেশের মানুষকে বাঁচাতে সরকার যে পদক্ষেপ নেবে, আমরা তা সমর্থন করব।“
তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য সুদীপ ব্যানার্জীও বলেছেন, দেশের স্বার্থে সরকারের নেওয়া যে কোনও সিদ্ধান্তের পাশে থাকবে বিরোধী দলগুলো।
তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা ওই ঘটনায় নিরাপত্তার গাফিলতির প্রসঙ্গও তুলেছেন।