
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
(শুক্রবার ২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১মিনিটে ভেদরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ ফাতেমা ইসলাম, ভেদরগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান, ভেদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান ও সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক।
এরপর পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা পরিষদ, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও মালেশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্টু মজুমদার, উপজেলা বিএনপি নেতা আবুল হাসেম ঢালী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বি এম মোস্তাফা, উপজেলা যুবদলের সভাপতি আসলাম হোসেন মাঝি, নারায়নপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহাবুবুর রহমান (হিরু) তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ ছৈয়াল, পৌরসভা বিএনপি’র সভাপতি সেকান্দার তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক আলম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান উজ্জ্বল ভূইয়া, পৌরসভা যুবদলের সভাপতি এসকেন্দার ছৈয়াল প্রমুখ, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।