
মাহাবুব তালুকদার:
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হই এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় ধর্ষণ বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার ১৭ মার্চ সকাল ১০ টায় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে, ডামুড্যা উপজেলা সর্বস্তরের নারী সমাজের উদ্যোগে ও সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক সৈয়দা পাপিয়া সরোয়ারের সঞ্চালনায় সাম্প্রতিক সময়ে আছিয়া সহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে, দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর, নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এই মানববন্ধনে ৪ বছরের শিশু সহ ডামুড্যায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার শিশু লামিয়া ও কাজলের পরিবারের আত্মীয়স্বজন এবং উপজেলার বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষক এবং শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তাদের হাতে ছিল নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন।
মানববন্ধনে ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কর্তৃক ব্যবস্থা নেওয়া, প্রতিটি নির্যাতনের তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান বক্তারা।