
রিয়ালের পর অ্যাতলেটিকোও লিলের শিকার, লিভারপুলের তিনে তিন
আগের ম্যাচেই জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারের তিক্ততা দিয়েছিল লিলে। আরও একটি স্প্যানিশ ক্লাবকে ঘায়েল করল তারা, এবার তাদের কাছে হারল অ্যাতলেটিকো মাদ্রিদ।
লিলের কাছে ধরাশায়ী হলো অ্যাতলেটিকো মাদ্রিদ। ছবি: রয়টার্স
খেলাধুলা ডেস্ক :
হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করেছিল লিলে। রিয়াল মাদ্রিদ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ায় তারা, প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জয় পায় দলটি। বুধবার (২৩ অক্টোবর) অ্যাতলেটিকোকে তারা হারিয়েছে ৩-১ গোলে।
দিয়েগো সিমিওনের শিষ্যদের হারাতে জোড়া গোল করেন জনাথন ডেভিন, একটি গোল এডন জেগরোভার। অ্যাতলেটিকোর একমাত্র গোলটি আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী হুলিয়ান আলভারেজের।
দিনের অন্য ম্যাচগুলোতে কষ্টের জয় পেয়েছে লিভারপুল ও ইন্টার মিলান। অলরেডরা ১-০ গোলে আরবি লাইপজিগকে ও ইন্টার সমান ব্যবধানে ইয়ং বয়েজকে হারিয়েছে। লিভারপুলের একমাত্র গোলটি ডারউইন নুনেজের, ইন্টারেরটি মার্কাস থুরামের।
এ জয়ের মাধ্যমে এবারের আসরে তিনে তিন জয় পেল লিভারপুল। তাতেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে পারল না আর্না স্লটের দল, ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উনাই এমেরির অ্যাস্টন ভিলা। দুইয়ে লিভারপুল। ইন্টার মিলান ৭ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।