ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালে ভ্রমণযোগ্য বিশ্বের সেরা ১০০ স্থান

ফিচার ডেস্ক :
এপ্রিল ৩, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভ্রমণপিপাসুদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ২০২৫ সাল। এমন জনপ্রিয় ১০০টি পর্যটন স্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিন। সেখানে এল সালভেদর থেকে জিম্বাবুয়ের উল্লেখযোগ্য পর্যটন স্থানের কথা তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে ভ্রমণপিপাসুরা রোমাঞ্চকর এক অভিজ্ঞতার স্বাদ পাবেন। 

নিউইয়র্কের ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া। নতুন সংস্করণ নিয়ে আবারও খুলতে যাচ্ছে ৯৪ বছরের পুরোনো এই ঐতিহাসিক হোটেল। এ হোটেলের ৩৫৭টি নতুন অতিথি স্যুট ভ্রমণের অভিজ্ঞতাকে ভিন্ন স্তরে পৌঁছে দেবে।

জর্জিয়ার মেকনের ওকমুলগি মাউন্ডসের ঐতিহাসিক পার্ক। ২০১৯ সালে যেটি ঐতিহাসিক পার্ক হিসেবে ঘোষণা করা হয়। আসন্ন বছরগুলোতে রাজ্যের প্রথম জাতীয় পার্ক হওয়ার পথে রয়েছে এটি। অথচ এক সময় এখানে কাউকেই দেখা যেত না। তবে এখন পরিস্থিতি ভিন্ন। কেউ যদি অন্য রকম অভিজ্ঞতা নিতে চান, তাহলে সেখানে চলে যেতে পারেন।

ক্যারিবিয়ানেও এখন রয়েছে নতুন আকর্ষণ। সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনসে স্যান্ডালস রিসোর্টের নতুন শাখা। শুধু সমুদ্রের সামনে বসে থাকাই নয়, এখানে রয়েছে ৩০০ ফুট দীর্ঘ সুইমিং পুল এবং এমন সব বিলাসবহুল সুযোগ-সুবিধা, যা আপনাকে সম্পূর্ণ নতুন এক দুনিয়ায় নিয়ে যাবে।

এদিকে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় ম্যাগডালেনা নদী এখন যাত্রার জন্য প্রস্তুত। আপনিও যদি সপরিবারে এক সপ্তাহব্যাপী এ নদীভ্রমণ চান, তাহলে এএমএ ওয়াটারওয়েজ ক্রুজে সাত দিনের বুকিং দিতে পারেন। এই যাত্রা আপনাকে কলম্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির অদ্বিতীয় পরিচয় দিতে সাহায্য করবে, তাতে কোনো সন্দেহ নেই।

যেতে পারেন স্কটল্যান্ডে। যা আপনার জন্য একটি ঐতিহাসিক যাত্রা হতে পারে। পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পোর্ট এলেন। চোখ ধাঁধানো সৌন্দর্যের এ স্থান প্রায় ৪০ বছর বন্ধ ছিল। তবে ভ্রমণেচ্ছুদের কথা ভেবে এটি গত বছর খুলে দেওয়া হয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন এক কাপ মনভোলানো চা, যা আপনার মনটাকেই মায়ার আবেশে ভরে দেবে। এটি হবে অসাধারণ অভিজ্ঞতা, যেখানে ট্রাডিশন ও আধুনিকতা একসঙ্গে মিলেমিশে চলে।

প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল। যেখানে ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুনর্নির্মাণ কাজ শুরু হয়। স্থানটি আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পেতে চলেছে। এর নকশা এবং কাঠামো যতটা ঐতিহ্যগত, ততটাই আধুনিক, যা সেই ঐতিহাসিক স্মৃতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এছাড়া ডেনমার্কের দক্ষিণ ইয়োতল্যান্ডের লডেনহোজ এবং স্কাররেভ সাইড রিসোর্টগুলো আপনার জন্য ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা হতে পারে। যেগুলো এখন নতুন ধরনের আধুনিক জীবনযাত্রার প্রতীক হয়ে উঠেছে। এখানে সঙ্গে থাকতে পারে আপনার পরিবার।

এটি যেমন একটি ভ্রমণ অভিজ্ঞতার গল্প, তেমনি সেই পথ ধরে এগিয়ে যাওয়ার এক চমৎকার প্রস্তুতি। এখনই আপনার পরবর্তী সফরের জন্য প্রস্তুতি নিতে হবে। ২০২৫ সালের এ গন্তব্যগুলো যে শুধুই প্রাকৃতিক বা ইতিহাসের স্মৃতিস্তম্ভ, তা কিন্তু না। এটি এক নতুন দিগন্ত উন্মোচন করে, যা প্রতিটি ভ্রমণপিপাসুর হৃদয়ে অমলিন স্মৃতি তৈরি করবে।

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.