
ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেতজ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে , মিসর ও কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে গাজায় একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করতে কাজ করছে, যাতে “বন্দি বিনিময়ের পরবর্তী ধাপ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে যুদ্ধ অবসানের জন্য আলোচনা চলতে পারে।”
প্রতিবেদনটি ফিলিস্তিনি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে, যারা আলোচনার সঙ্গে পরিচিত।
হারেতজ আরও জানিয়েছে, মিসরের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, “হামাস যেন মিসরের তত্ত্বাবধানে তাদের আক্রমণাত্মক অস্ত্র ভেঙে ফেলে, যাতে চুক্তি বাস্তবায়নের পর ইসরায়েলকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায়।”
এ বিষয়ে এখনো হামাস কিংবা ইসরায়েল কেউ-ই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ইসরায়েল গত ১৮ মার্চ থেকে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে এবং নতুন শর্ত মেনে নেওয়ার দাবিতে আবারও হামলা শুরু করে। তবে হামাস বলছে, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি না দেয়, তাহলে তারা আর কোনো বন্দিমুক্তির চুক্তিতে যাবে না।
হামাসের সিনিয়র নেতা মাহমুদ মারদাওয়ি কায়রোতে সাংবাদিকদের বলেন,
“আমরা কেবল ‘বন্দি বিনিময়ের বিনিময়ে খাবার’ এর মতো আংশিক চুক্তি মেনে নেব না, যার পরে আবার গণহত্যা শুরু হবে। আমরা ভাঙব না।”