ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়ে মহাকাশে নারীদের বিজয়যাত্রা,ক্যাটি পেরি ও গেইল কিংদের নিয়ে ব্লু অরিজিনের সফল মিশন ওয়েস্ট টেক্সাস,

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন ইতিহাস গড়লো এক অনন্য উদ্যোগে। সোমবার মহাকাশে যাত্রা করলো প্রথম সর্ব-মহিলা সেলিব্রিটি ক্রু, যার নেতৃত্বে ছিলেন বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সঙ্গে ছিলেন জনপ্রিয় গায়িকা ক্যাটি পেরি, সাংবাদিক ও “CBS Mornings”-এর সহ-হোস্ট গেইল কিং সহ আরও তিনজন প্রভাবশালী নারী।

এই ১০ মিনিটের স্বয়ংক্রিয় মহাকাশ ভ্রমণটি ওয়েস্ট টেক্সাস থেকে শুরু হয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০৭ কিমি উপরে পৌঁছায়। কয়েক মিনিটের জন্য যাত্রীদের অভিজ্ঞতা হয় ভরশূন্য অবস্থার। মহাকাশ থেকে পৃথিবী দেখার সেই মুহূর্তে ক্যাটি পেরি গেয়ে ওঠেন “What a Wonderful World” গানটি।

ক্রু সদস্যরা কারা ছিলেন?
লরেন সানচেজ – হেলিকপ্টার পাইলট ও সাবেক টিভি সাংবাদিক

ক্যাটি পেরি – বিশ্ববিখ্যাত গায়িকা

গেইল কিং – টেলিভিশন সাংবাদিক

কারিয়ান ফ্লিন – চলচ্চিত্র প্রযোজক

আইশা বোয়ে – প্রাক্তন নাসা ইঞ্জিনিয়ার, বিজ্ঞানশিক্ষা উদ্যোক্তা

আমান্ডা গুয়েন – বিজ্ঞানী ও যৌন নির্যাতনবিরোধী অ্যাক্টিভিস্ট

এই দলের প্রত্যেকেই নিজের ক্ষেত্রের একজন প্রভাবশালী নারী এবং তারা ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতেই এই যাত্রায় অংশ নেন।

ইতিহাসে দ্বিতীয় সর্ব-মহিলা মহাকাশ মিশন
এই মিশনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অল-ফিমেল স্পেসক্রাফট ক্রু এবং মানব মহাকাশ ভ্রমণের ৬৪ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্ব-মহিলা মিশন। প্রথমজন ছিলেন সোভিয়েত মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেশকোভা, যিনি ১৯৬৩ সালে একাই মহাকাশে যান।

মহাকাশ ভ্রমণের অনুভূতি
যাত্রা শেষে সানচেজ বলেন, “Profound — এই একটি শব্দেই আমি আমার অভিজ্ঞতা প্রকাশ করতে পারি।”
ক্যাটি পেরি বলেন, “এটা কেবল আমার জন্য ছিল না। এটা ছিল আমাদের সবার সম্মিলিত শক্তি। আমরা শুধু ‘স্পেসে’ যাইনি, আমরা ভবিষ্যতের জন্য জায়গা তৈরি করেছি।”
গেইল কিং, যিনি সাধারণত উড়োজাহাজে ভ্রমণে ভীত, ভূপৃষ্ঠে ফিরে এসে আবেগাপ্লুত হয়ে বলেন, “ও মাই গড, এটা ছিল অসাধারণ।”

বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি
এই বিশেষ মুহূর্ত উপভোগ করতে উপস্থিত ছিলেন ওপ্রাহ উইনফ্রে, ক্রিস জেনার, কারদাশিয়ান পরিবারের সদস্যরা, এবং প্রাক্তন নাসা মহাকাশচারী মে জেমিসন।

ব্লু অরিজিনের ভ্রমণের ইতিহাস
এটি ব্লু অরিজিনের ১১তম মানব মহাকাশযাত্রা। প্রতিষ্ঠানটির প্রথম যাত্রায় নিজেই অংশ নিয়েছিলেন জেফ বেজোস। অতীতে “Star Trek”-এর উইলিয়াম শ্যাটনার, ফুটবল তারকা মাইকেল স্ট্রাহান, এবং নভোচারী অ্যালান শেফার্ড-এর কন্যা লরা শেফার্ড-ও ছিলেন ব্লু অরিজিন যাত্রীদের তালিকায়।

ভবিষ্যতের দিগন্ত
এই যাত্রা মহাকাশ পর্যটনের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করলো, যেখানে নারী নেতৃত্বে স্পেস ভ্রমণ ভবিষ্যতের প্রেরণা হয়ে রইল।
সানচেজের ভাষায়, “এই যাত্রা কেবল আকাশ ছোঁয়ার ছিল না, এটা ছিল নারী শক্তির সম্মান ও ভবিষ্যতের নারীদের অনুপ্রেরণা দেওয়ার।”

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.
আন্তর্জাতিক সর্বশেষ